সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার কয়েকটি গ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন।
বুধবার দুপুরে উপজেলার আলমপুর, ঘোড়াডম্বুর, নাজিমপুর, মৌগাঁও ও ছয়হারা এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। পরে জগন্নাথপুর উপজেলার কলকলি ও চিলাউরাসহ কয়েকটি গ্রামের দুর্গতদের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, নূর মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, আওয়ামী লীগ নেতা রাশিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মুধু, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া ও সহ-সম্পাদক সাকিব আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        