২৬ মে, ২০২২ ১০:২৫

বগুড়ায় কবি নজরুলের জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কবি নজরুলের জন্মজয়ন্তী পালিত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নজরুল চেতনা চর্চা কেন্দ্রের বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় পালিত হল জাতীয় কবির ১২৩তম জন্মদিন। এ উপলক্ষ্যে বুধবার (২৫ মে) সন্ধ্যায় বগুড়ার ম্যাক্স মোটেল সম্মেলন হলে কবির জীবন, কবিতা, গান নিয়ে দীর্ঘ আলোচনা, আবৃত্তি ও সংগীত পরিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার বরেন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ভিপি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন 'গপ্পসপ্পো আড্ডা' এর আহ্বায়ক আর বি দীপন, আলোকিত ফেসবুক বগুড়ার সাধারণ সম্পাদক বাবু বসুধা ও বগুড়া লেখক ঘরের সাধারণ সম্পাদক আলহাজ্ব লতিফুল করিম।

আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট মো. মুরশিদ আলম, কবি ডাক্তার সাজ্জাদ সাইফ, সংগঠক সাইফুল ইসলাম লেবু, সমাজ গবেষক রফিকুল ইসলাম খোকন, কবি সিকতা কাজল, কবি হাজি মাহমুদুল হাসান প্রমুখ। 

নজরুল চেতনা চর্চা কেন্দ্রের সভাপতি মহসিন আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রায়হান আহম্মেদ রানা। সবশেষে জাতীয় কবির জন্মদিনন উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর