২৬ মে, ২০২২ ১৫:১৯

বাংলাদেশ আজ ধ্বংসের মুখোমুখি: দুলু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আজ ধ্বংসের মুখোমুখি: দুলু

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের এমপি-মন্ত্রীরা দেশের টাকা লুটপাট করে ডলার বানিয়ে বিদেশে পাচার করছে। কেউ কানাডা, রাশিয়ায়, কেউ আমেরিকায় কেউবা মালয়েশিয়ায় পাচার করে নিয়ে যাচ্ছে। যে কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। তাদের কারণে বাংলাদেশ আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। এ অবস্থা চলতে থাকলে আগামী দুই-তিনমাসের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি শ্রীলঙ্কার বর্তমান অবস্থার উদাহরণ টেনে বলেন, ‘শ্রীলঙ্কার সরকার কাগজের অভাবে স্কুল-কলেজ বন্ধ করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। পেট্রল না থাকায় গাড়ি চালানো বন্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কায় হাহাকার দেখা দিয়েছে।’ দুলু আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সে পথেই হাঁটছে। আগামী দুই থেকে তিনমাসের মধ্যে বাংলাদেশের একই অবস্থা সৃষ্টি হবে।’

সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, যুবদলের সভাপতি মির্জা বাবু, সম্পাদক মুরাদ্জ্জুামান মুরাদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর