ঝিনাইদহে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, খুলনা বিভাগীয় ভারপ্রপাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাডভোকেট এমএ মজিদ ও আব্দুল মজিদ(ছোট মজিদ)সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, আগামী ২৮ মে জেলা বিএনপির সম্মেলন সফল করতে সকলকে আহ্বান জানান। সেই সাথে খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানানো হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের হাতে সম্মেলনের সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন