২৬ মে, ২০২২ ১৫:৫৫

লবণাক্ত সহিষ্ণু সবজি উৎপাদনে অবহিতকরণ সভা

বরগুনা প্রতিনিধি

লবণাক্ত সহিষ্ণু সবজি উৎপাদনে অবহিতকরণ সভা

বরগুনাসহ উপকূলীয় লবণাক্ত জমিতে লবণ সহিষ্ণু সবজি উৎপাদন বিষয়ক কোর্স্টস প্রকল্পের অবহিতকরণ সভা বরগুনার আরডিএফ টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বে-সরকারী উন্নয়ন সহযোগী সংগঠন কর্ড এইড আয়োজিত কৃষি ভিত্তিক এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জুবায়ের আলম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আলোচনায় অংশ গ্রহণ করেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা, মোস্তাফিজুর রহমান।

বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প সমন্ময়কারী সমন্ময়কারী আবু নাঈম।

লবণাক্ততার কারণে বরগুনা-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের  ৫ হাজার হেক্টর জমি অনাবাদী থাকছে। কৃষি বিশ্ববিদ্যালয় এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউটের সহযোগী লবণ সহিষ্ণু বীজ এবং কৃষকদের প্রযুক্তিগত ধারণা দিয়ে এই সকল জমিতে সবুজ সবজি উৎপাদনে ২০২৪ সাল পর্যন্ত  সহায়তা করা হবে এই প্রকল্পের মাধ্যমে।  
 
বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর