২৬ মে, ২০২২ ১৬:২৩

‘সচেতন থাকলে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ সম্ভব’

ভোলা প্রতিনিধি

‘সচেতন থাকলে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ সম্ভব’

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। পানিতে ডুবে শিশু মৃত্যুর হার প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে লালমোহন থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

অনুষ্ঠানে নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা পরিবারের বড়দের অসচেতনতার অভাবে হয়ে থাকে। পরিবারের প্রত্যেক সদস্য যদি শিশুদের নিয়ে সচেতন থাকেন তাহলে এই মৃত্যু প্রতিরোধ সম্ভব।

তিনি আরও বলেন, অনেক সময় বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু হতে পারে। বাড়ির পাশের ডোবা কিংবা পুকুর জলাশয়গুলোতে যেন শিশুরা অবাধে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। 

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমদে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমেহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর