গাইবান্ধা সদরের পশ্চিম পিয়ারাপুর গ্রামের ফারাজী পাড়ায় বুধবার ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ ৭টি গরুসহ ৩ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পলাশবাড়ি উপজেলা থেকে ৭টি গরু চুরি যাবার ঘটনায় গাইবান্ধা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফারাজী পাড়ায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্যের সাতটি গরু উদ্ধার করা হয়। আর ঘটনার সাথে জড়িত থাকায় আব্দুর রউফ, পাপুল মিয়া ও রাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জেলার পলাশবাড়ি উপজেলার ফরকান্দিপুর গ্রামের আবুল কালামের ৩টি গরু, একই গ্রামের শান্তি বেগমের ২টি এবং রাইতিনডাইল গ্রামের এক নারীর ২টি গরু কয়েকদিন আগে চুরি হয়। গরুর মালিকরা বলেন, গোয়াল ঘর থেকে রাতের অন্ধকারে গরুগুলো চোরেরা নিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, অভিযানে গরু উদ্ধার এবং গরু চোরদের আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের কাজ চলছে।
বিডি প্রতিদিন/এএ