পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানা এলাকার মধুপুর নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও আহত ২০ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বেলা ১২টার দিকে পাবনা-ঢাকা হাইওয়ে রোডে কাশিনাথপুর থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নারী মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরপরই ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ