গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চত্বরে পুলিশের ভ্যান থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া অপহরণ মামলার আসামি শামীউল ইসলামকে (২৭) ছয় দিন পর গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের একটি বাড়ি থেকে রবিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
ওসি ইজার উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, নিজ শ্যালিকাকে অপহরণের অভিযোগে শামীউল ইসলামের বিরুদ্ধে তার শ্বশুর মামলা করেন। সেই মামলায় গত সোমবার (৩০) জুন রাতে চাঁদপুর জেলা থেকে গ্রেফতার করা হয় তাকে। এ সময় অপহৃত তরুণীকেও উদ্ধার করা হয়।
পরদিন পুলিশ ভ্যানে করে শামীউল ও অপহৃত তরুণীকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়। কিন্তু ভ্যান থেকে নামার সময় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ দৌঁড়ে পালিয়ে যায় শামীউল। এরপর তাকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে আসছিল।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, শামীউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কাজ চলছে। আর পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার ঘটনায় তার নামে থানায় আরও একটি মামলা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল