বরিশালের উজিরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। রবিবার সকালে ওই উপজেলার নতুন শিকারপুর ও মুন্ডপাশা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর অল্প সময়ের ব্যবধানে শিশুসহ ৬ জনকে কামড় দিয়ে গুরুতর আহত করে।
আহতরা হলো- শিকারপুর গ্রামের শামীম আহম্মেদের ছেলে হামিদ (৩), মাদার্শী গ্রামের প্রয়াত বিমল হালদারের স্ত্রী বকুল হালদার (৬০), কামরুজ্জামানের ছেলে আবদুল্লাহ (১০), তালবাড়িয়ার ভগিরত দাসের ছেলে সুমন দাস (৩২), মুন্ডপাশা গ্রামের রুহুল ঢালীর স্ত্রী শাহানাজ বেগম (৪০) ও মো. শাহিনের স্ত্রী কনা বেগম (২৮)।
আহতদের স্থানীয়রা উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করা হয়।
এদিকে কুকুরের কামড়ে ৬ জন আহত হওয়ার ঘটনায় ওই এলাকায় আতংকের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলে বলে জানিয়েছেন আহত শিশু হামিদের বাবা শামীম আহম্মেদ।
বিডি প্রতিদিন/এএম