যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে নদী ভাঙন। রবিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬৫ মিটার। যা বিপদসীমার ১ দশমিক ৭০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত।
এদিকে পানি বাড়ার সাথে সাথে যমুনার অরক্ষিত অংশ তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে চৌহালীতে অন্তত ২৫টি বসতভিটা ও তাঁত কারখানা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু এলাকায় ভাঙন জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে। এদিকে পানি বাড়তে থাকায় যমুনার চরাঞ্চলে বন্যা আতংক বিরাজ করছে। এসব এলকায় পাট, তিল, কাউন, ধান, শাক-সবজি বাগান প্লাবিত আশংকায় অপরিপক্ক ফসল কৃষকরা কেটে ফেলছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামি তিন-চার দিন পানি বৃদ্ধি অব্যহত থাকার আশংকা রয়েছে। তবে এখনো বন্যার আশংকা নেই।
বিডি প্রতিদিন/এএম