মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় কলেজছাত্র মোঃ আরিফ হোসেন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন লিংকন (৪০) পিতা মাইনুদ্দিন, আলতাফ হোসেন (৪০) পিতা স্বরুপ আলী উভয়ের বাড়ি উপজেলার কাকনা গ্রামে।
রবিবার বিকেল ৪টার দিকে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্রাচার্য্য। এ সময় যাবজ্জীবন কারাদন্ডসহ দুই জনকেই ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
আরিফ উপজেলার কাকনা এলাকার মোঃ শুকুর আলীর ছেলে ছিল। সে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র ছিল।
মামলার সূত্রে জানা যায়, আরিফ স্বাধীনতা দিবসে ছুটিতে বাড়িতে যায়। গত ২০০৫ সালের ২৭ মার্চ রবিবার দিনগত রাত্রি নুমান সাড়ে ৯টার দিকে দৌলতপুর ঘুরতে যাওয়ার কথা বলে আসামীরা মোটরসাইকেল করে বাড়ি থেকে আরিফকে নিয়ে যায়। পরের দিন আসামিরা বাড়ি আসলেও্ আরিফ বাড়ি অসেনি। আরিফের পরিবারের লোকজন খোঁজাখুজি করে আরিফকে না পেয়ে এলাকার লোকজন নিয়ে আসামিদের চাপ সৃষ্টি করেন। তখন আসামিরা বলেন আরিফকে উপজেলার ছিলমপুর গ্রামের পশ্চিমে ব্রীজের উপরে গেলে আরিফ সেখানে থেকে যায়। আমরা চলে আসি। পরে আরিফের পরিবার ব্রীজের নিচে পানির পারে আরিফের জুতা দেখতে পেয়ে পানিতে খোঁজা করেন। পরে সেখান খেকে মরদেহ উদ্ধার করে।
আরিফের পিতা গত ৪ এপ্রিল ২০০৫ সালে দৌলতপুর থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোঃ হুমায়ন কবির সেন্টু, আরিফ হোসেন লিটন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মথুর নাথ সরকার এপিপি।
বিডি প্রতিদিন/এএ