ক্ষেতলাল পৌরসভার নির্বাচনকে সামনে রেখে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আব্দুল হান্নান মিঠু। রবিবার দুপুরে পৌর এলাকার বটতলী বাজার থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ক্ষেতলাল পৌর সভার নির্বাচনের তফসিল ঘোষণার পর পৌরসভাজুড়ে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। রঙিন পোস্টার এবং ফেস্টুন লাগিয়ে একাধিক সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্নভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন।
তাদের মধ্যে ক্ষেতলাল পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল হান্নান মিঠু ও আছেন। ক্ষেতলাল পৌরবাসীকে প্রার্থিতার জানান দিতেই তিনি বিশাল এ শোডাউনের আয়োজন করেন।
আব্দুল হান্নান মিঠু বলেন, আমি যদি পৌর মেয়র হিসেবে নির্বাচিত হই, এই পৌর এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করবো। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্যবিয়ে নির্মূল করার চেষ্টা করে করবো।
বিডি প্রতিদিন/এএ