পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ওই প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার, আওয়ামী লীগ নেতা এডভোকেট মো: ওয়াজউদ্দিন মিয়া, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলার চেয়ারম্যান এডভোকেট মো: সামসুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বাংলাদেশের গৌরব ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ জুন প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করাসহ ভাওয়াল রাজবাড়ি মাঠে বিশাল আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দিনটি স্মরণীয় করে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়।
এর আগে একই কক্ষে জেলার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম