ফেনীর ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গাঁজাগুলো উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার আবুল কালামের ছেলে মোহাম্মদ শামীম (২২) ভোলা জেলার চরফ্যাশন এলাকার মোহাম্মদ হাবীব এর ছেলে মোহাম্মদ মনির (৩২) চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাটতলি এলাকার বদিউল আলমের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
র্যাব ৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুলা আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র্যাব। এসময় মহাসকের কুমিল্লা থেকে চট্রগ্রামগামী পিকআপ ভ্যান জব্দ করে তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৩২ হাজার টাকা।
পরে উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম