“মানবিক সমাজ নির্মাণে চাই সাংস্কৃতিক জাগরণ” এই শ্লোগানকে সামনে নিয়ে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও ৮ দফা দাবি বাস্তবায়নে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি সাংস্কৃতিক কর্মীকে ১০ হাজার টাকা সরকারি ভাতার আওতায় আনতে হবে। অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ দেশব্যাপী সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে জায়গা বরাদ্দ, প্রতিটি উপজেলায় শিল্পকলা অফিসার নিয়োগ, বেতার টিভিতে সকল প্রতিষ্ঠানের শিল্পীদের আর্থিক সহযোগিতা, একমুখী শিক্ষা চালু করাসহ ৮ দফা দাবি অবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অ্যাড. লিয়াকত আলী, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উদীচী দিনাজপুর সংসদের সাধারন সম্পাদক সত্য ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, মহিলা পরিষদ দিনাজপুরের সভানেত্রী কানিজ রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল