বগুড়ার নন্দীগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় এসব হুইল চেয়ার বিতরণ করেন কাহালু-নন্দীগ্রাম (বগুড়া-০৪) আসনের এমপি মোশারফ হোসেন।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণীর জন্মদিন উপলক্ষে হুইল চেয়ার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক মো. ইয়াসিন, পৌর বিএনপি'র সাংগঠনিক গোলাম রাব্বানী, বিএনপি নেতা বাচ্চু, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বুলু, সাংগঠনিক মশিউর রহমান, ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাশেম, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত