বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানো এবং আট দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার বিকেলে (১৮ জুন) শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সাংস্কৃতিককর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল।
রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় জলসিড়ি নাট্য সংস্থার সভাপতি ওবায়দুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক আব্দুল আব্দুল বারী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা শিল্পি সমিতির সভাপতি রকিবুল আলম শাহিন, সংস্কৃতি কর্মী ইসমত আরা মিতু, উত্তম তরফদার ও মাইকেল আন্দ্রিয়,নীলকন্ঠ আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক রত্না আক্তার বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে আহসান রহিম মঞ্জিল বলেন, বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সংস্কৃতি অঙ্গণ। এখানকার কর্মীরাও বঞ্চিত নানাভাবে। তাদের সুযোগ সুবিধা নিশ্চিত না হওয়ায় সংস্কৃতি অঙ্গণ চাঙ্গা হচ্ছে না। তৃণমূলে এই কর্মীরা সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এখনো নিবেদিত হয়ে কাজ করছেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী চলতি বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়িয়ে দিয়ে সংস্কৃতি অঙ্গণকে আলোকিত করবেন।
বিডি প্রতিদিন/হিমেল