নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনি (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি দুদু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রনির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে রনির দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম