কুমিল্লার হোমনায় দোকানের চালার টিন কেটে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার মেঘনা রোডের ছিনাইয়া নামক স্থানীয় বাজারের ওই দোকানে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মো. আমির হোসেন জানান, ‘শুক্রবার রাত নয়টারর দিকে দোকান তালা দিয়ে বাড়িতে চলে যাই। শনিবার সকালে তালা খুলে দোকানে ঢুকে দেখি- দোকানের ভেতর সব কিছু এলোমেলো। অনেক মালামাল নাই। ক্যাশ বাক্সের তালা ভাঙা অবস্থায় নিচে পড়ে আছে। ঘর কেনার জন্য ক্যাশে রাখা নগদ দুই লাখ ও মালামাল বিক্রি করা আরো কিছু গচ্ছিত টাকাও নাই। দোকানের তাকে রক্ষিত আরও দুই লাখ টাকার বেশি মেশিনারিজ মালামালও নাই। উপরের তাকিয়ে দেখি, টিন কাটা।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দোকানে চুরির কথা শুনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়েছি। অভিযোগ সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল