উদ্যোক্তাদের প্রতিভা ও বিভিন্ন পণ্য তুলে ধরতে দিনাজপুরে অনুষ্ঠিত হল দিনব্যাপী পণ্য উৎসব ও উদ্যোক্তা পুনর্মিলনী। এসময় সফল উদ্যোক্তাদের সম্মননা প্রদান করা হয়।
মেলার ১২টি স্টলে স্থান পায় বাহারি রকমের পোশাক, খাবার, প্রসাধনীসহ উদ্যোক্তাদের হাতে তৈর পণ্য, যা দিনব্যাপী দর্শনার্থীদের নজর কাড়ে। এসব স্টলে উপচে পড়া ভিড়ও ছিল লক্ষণীয়।
শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবের এম.আব্দুর রহিম মিলনায়তনে এ উৎসবের সমাপনীতে উদ্যোক্তাদের সম্মনানা তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিক দিনাজপুর এর উপ-মহাব্যাবস্থাপক আমজাদ হোসেন।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম