বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে শিশুসহ ৫ বাংলাদেশি। এদের মধ্যে ৪ জন নারী ও ১ জন পুরুষ। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছেন।
দেশে ফেরত আসা ভুক্তভোগি যশোরের মনিরামপুর এলাকার এক নারী বলেন, সংসারে অভাব অনটনের কারণে দালালের খপ্পরে পড়ে ২ বছর আগে সীমান্ত পথে ভারতের মুম্বাইয়ে যায়। পরে সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশে অবৈধভাবে বসবাস করার কারণে পুলিশ আমাদের আটক করে জেলা হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন নামে একটি এনজিও সংস্থা আমাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন।
যশোর জাস্টিস এন্ড কেয়ার এর এরিয়া কো-অর্ডিনেটর মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল