বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, আজকে নিজ অর্থায়নে নির্মিত পদ্মা সেতু উদ্বোধনের পথে। সেটাকে নিয়েও আজ ষড়যন্ত্র হচ্ছে। এই সেতুর মাধ্যমে বহু মানুষের ভোগান্তির অবসান হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলকে নিয়ে এগিয়ে যাবো।
তিনি আরো বলেন, নেতা হিসেবে শেখ হাসিনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে। সবাই একত্রিত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরো সংগঠিত করতে হবে। নারী-পুরুষ এবং প্রতিটি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে ভালোবাসি।
শনিবার (১৮ জুন) দুপুরে পিরোজপুরে স্বরূপকাঠী সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়াল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফাজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সদস্য শ. ম. রেজাউল করিম এমপি, সৈয়দ শহিদ আহসান, ইসাহাক আলি খান পান্না।
স্বরপকাঠী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মালেক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ ,মজিবুর রহমান খালেক, সাজ্জাদ সাকিব বাদশা, জিয়াউল আহসান গাজী প্রমূখ।
প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর পর আজ পিরোজপুরের স্বরপকাঠী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল