গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌরসভার তিনটি ওয়ার্ডের এলাকায় শুক্রবার রাতে অতিবর্ষণের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জলাবদ্ধতার পানিতে কয়েক হাজার পরিবার পানিবন্দি রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে নারী ও শিশুরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার ৫, ৭ ও ৮নং ওয়ার্ডের অপরিকল্পিতভাবে ঘরবাড়ী নির্মাণ করার কারণে উচু এলাকার পানি নিচু এলাকায় নামতে না পারায় একটু বৃষ্টি হলেই এই মহা জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কয়েক হাজার পরিবারকে জলাবদ্ধতার পানিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হরিণহাটি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন, রিফাত হোসেন জানান, পৌরসভার কয়েক কোটি টাকার অপরিকল্পিত ড্রেন দিয়ে বৃষ্টির পানি নামতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পচা, দুর্গন্ধযুক্ত পানি একেবারে কক্ষে ঢুকে যাওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে। জলাবদ্ধতার পানির কারণে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে অন্যত্র চলে গেছে।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর ইসলাম জানান, ড্রেনের মধ্যে ময়লা আটকিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই ময়লা পরিছন্ন কর্মীরা পরিস্কার করতে না পারায় বৃষ্টির পানি নিচুতে নামতে বাধা পাওয়াতে এ জলাবদ্ধতার পানিতে পৌরবাসীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সমস্যার সমাধান শিগগিরই করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল