সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে প্রশান্ত কুমার মগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে কিরন মগের ছেলে।
নিহতের পারিবার জানায়, বিকালের দিকে ঘরের পাশে ভিমরুলের বাসা ভাঙতে যায় প্রশান্ত। এসময় একঝাঁক ভিমরুল অতর্কিত হামলা চালায় তার উপর।
প্রশান্তকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রিতা রানী পাল তাকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক