ময়মনসিংহের ফুলপুরে গাঁজার গাছ ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভাইটকান্দি মধ্য বাজার ব্যবসায়ী জামালের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ভাইটকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম (৪৫), দোকানের মালিক জামাল হোসেন (৪৫) ও আনিজ্জল রহমান (৪০)।
শনিবার দিবাগত রাত ১২টার পর র্যাব-১৪ ময়মনসিংহ অফিস আটকের বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, আটক ব্যক্তিরা বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে। তাদের থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এমআই