সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল, চিনিসহ অন্যান্য পণ্য ডিলারের মাধ্যমে বিক্রয় করার অংশ হিসেবে দিনাজপুরে নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্য্যক্রমের উদ্ধোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এতে দিনাজপুরে ৩ লাখ ৩২ হাজার ৬৫৮জন কার্ডধারী স্বল্প আয়ের মানুষকে টিসিবির পন্য বিতরণের মাধ্যমে জেলার ১৫-২০ লাখ মানুষকে উপকারভোগীর আওতায় আনা হচ্ছে বলে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।
বুধবার সকালে দিনাজপুর শহরের সুইহারী টিসিবি পণ্য বিতরণের অস্থায়ী দোকান উদ্ধোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
উদ্ধোধনী দিনে দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৮৭১ জন কার্ডধারী স্বল্প আয়ের নারী পুরুষের মাঝে তেল,ডাল ও চিনি ভর্তুকি মূল্যে বিক্রয় করা হয়। সদর উপজেলায় প্রায় ৪৬ হাজার ৪০ জন কার্ডধারী ভর্তুকিমুল্যে টিসিবির পণ্য পাবে।
এ কর্মসূচির আওতায় দিনাজপুর জেলা ও সদরের ১২টি ওয়ার্ডের কার্ডধারী নারী-পুরুষের প্রত্যেক কার্ডধারীকে সরকারের ভর্তুকিমূল্যে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল এবং ১ কেজি চিনি প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, এসিল্যান্ড সাথী রানী দাস, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হানুল কবীর সোহাগ. পিআইও মো জসিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ দিলন, টিসিবি ডিলার কানাইলাল গুপ্ত ও রেজওয়ানুল হাসান রাহাত প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ