গাজীপুরের টঙ্গী চেরাগআলী সুরতরঙ্গ রোড এলাকায় বুধবার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন মোবাইল ব্যবসায়ী মো. সোয়েম (২৭) ও কাচাঁমাল ব্যবসায়ী জুলহাস (২৫)। উভয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, বুধবার বিকালে মোবাইল ব্যবসায়ী মো. সোয়েম নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পুরনো সাইনবোর্ড খুলে ফেলার জন্য জুলহাসকে সাথে নিয়ে মার্কেটের ছাদে যায়। এসময় ওই মার্কেট এর পাশ দিয়ে বয়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলমের সাথে যোগাযোগ করলে দুই ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম