বগুড়ার ধুনট উপজেলায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হলো। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে বন্যার্তদের চোখে মুখে হাসি ফুটতে দেখা যায়।
বুধবার দুপুরে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন এর ৪০০ পানিবন্দি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী এর উপহার পৌঁছে দেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এছাড়া ৫০০ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। ত্রাণ সমগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ