দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে পণ্যবাহী ট্রাকের চাপায় শহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শহিদুল ইসলাম (৫৫) বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারের মৃত নবাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। তাঁর পরিচয় নিশ্চিত করেছেন নিহতের ভাগনে মাহাবুর ইসলাম।
বুধবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বিরামপুর থেকে একটি মোটরসাইকেল নিয়ে শহিদুল ইসলাম ফুলবাড়ীতে হালখাতা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম