ভোলার চরফ্যাশনে পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। পরে মাছটি দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। বুধবার দুপুরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা মামুন নামে এক ব্যক্তি তার পুকুরে মাছ ধরতে গেলে জালে উঠে আসে বিরল প্রজাতির এই মাছ।
মাছটিতে মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ, মাছটি বাদামি রংয়ের, সারা গায়ে অচেনা আকৃতির ছোট ছোট কাটা এবং কালো রংয়ের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। ৮ শত গ্রাম ওজনের ৩২ ইঞ্চি লম্বা এ মাছটি দেখতে বৃষ্টির মধ্যে দূর-দূরান্তের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, মাছটি সাকার মাউথ ক্যাটফিশ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোস টোমাস প্লিকোসপোমাস। মূলত এটি সাগরের মাছ। মাছটি না মেরে নদীতে অবমুক্ত করার পরামর্শ দেন তিনি। পরে পুকুরের মালিক জীবন্ত মাছটি গামলায় পানিতে রাখেন সাগরে অবমুক্ত করার জন্য।
বিডি প্রতিদিন/এমআই