জয়পুরহাটে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও জানা অজানা রোগ সম্পর্কে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রোমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে বুধবার বেলা ১১টায় জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর আল ফয়সাল ডাঃ রোমানা আফরিন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কুদরাতুল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ