শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের পক্ষ হতে বন্যা কবলিত এলাকায় অসহায় গরীবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাগিব হাসান ভাষন উপস্থিত থেকে ত্রাণ সাসগ্রী বিতরণ করেন।
জানা গেছে, ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলায় বন্যা দুর্গত এলাকা যোগানীয়া ইউনিয়ন ও মরিচ পুরান ইউনিয়নের ২৫০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল,১ কেজি ডাল,১ পেঁয়াজ, ১ কেজি আলু ও ২ লিটার সয়াবিন তেল প্যাকেট করে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রাজিবুল ইসলাম রাজিব, শহর ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তানভীর, সহসভাপতি জাকারিয়া,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিয়াদ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি, যুবলীগ নেতা তুহিন তালুকদার, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মিনারুজ্জামান মিন্টু, যুবলীগ নেতা হাবিবুর রহমান হবি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ