রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন- মো. মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের তবলছড়ির পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মুহিতের চাচা মো. আব্দুল করিম লালু বলেন, রাঙামাটি তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে খেলা করতে নামে দুই বন্ধু মুহিত ও ইনাম। দীর্ঘক্ষণ পানিতে থাকার পর একটা সময় দু’জনই পানিতে তলিয়ে যায়।
সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খুঁজতে বের হয়। পরে কাপ্তাই হ্রদের আশপাশ এলাকায় খুঁজতে গিয়ে মুহিতের লাশ পানিতে ভাসছে দেখে তারা। এ সময় একই জায়গায় ইনামের লাশও মেলে। উদ্ধারের পর দ্রুত তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল