টাঙ্গাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিকে পঞ্চম শ্রেণির ছাত্র শিহাবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে ঢাকা-টাঙ্গাইল সড়কে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের উদ্যোগে সৃষ্টি স্কুলের শিক্ষার্থীদের সাথে নিয়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিহাব পঞ্চম শ্রেণির ছাত্র, সে কি কারণে আত্মহত্যা করবে? তার আত্মহত্যা করার মতো মানসিকতাই তৈরি হয় নাই। তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা বলেন, শিহারেব মৃত্যুর ঘটনাই প্রথম নয়- এর আগেও আরও একই রকম ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ টাকা দিয়ে সেসব ঘটনা ধামাচাপা দিয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা এখানে পড়তে এসেছি- মরতে নয়। আমাদের পরিবার আমাদের পড়তে পাঠিয়েছেন। শিক্ষকরা শাসন করবেন- কিন্তু সেই শাসন কেন পৈশাচিক হবে?
এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের দোষারূপ করে বলেন, আমাদের শিক্ষকরা বইয়ের ভাষায় মানবতার কথা বলেন- কিন্তু তারা মানবিক নন।
উল্লেখ্য, গত ২০ জুন টাঙ্গাইলের সৃষ্টি শিক্ষা পরিবারের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের রহস্যজনকভাবে মৃত্যু হয়। পুলিশ অপমৃত্যু মামলা নিয়ে মরদেহ ময়নাতদন্ত করার জন্য পাঠায়। তার পরিবারের দাবি পিটিয়ে শিহাবকে খুন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ