পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামে বেকারি ব্যবসায়ী আজিজুর বিশ্বাসকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর ওই গ্রামের গহের বিশ্বাসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামকান্তপুর গ্রামের মিঠু সরদারের সঙ্গে আজিজুর বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুর ২টার দিকে আজিজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার সময় আজিজুর বাড়ি থেকে পাশের শিয়েরবর হাটে যাচ্ছিলেন।
পথিমধ্যে প্রতিপক্ষ মিঠু সরদারসহ তার লোকজন আজিজুরকে ধরার চেষ্টা করেন। এ সময় আজিজুর দৌঁড়ে পাশের জৈনক সবুর হোসেনের ঘরের মধ্যে লুকিয়ে থাকেন। ওই ঘরের মধ্যেই তাকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
এ প্রসঙ্গে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/আবু জাফর