মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌলি গ্রামে আসফল গাছ থেকে পড়ে গিয়ে আকাশ বিশ্বাস (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত আকাশ বিশ্বাস মৌলি গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে এবং গোপীনাথপুর এম.এ খালেক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
বুধবার (২২ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই বিপ্লব বিশ্বাস বলেন, আসফল পাড়তে গিয়ে পা ফসকে গাছ থেকে পড়ে যায় আকাশ। গুরুত্ব আঘাতপ্রাপ্ত হলে প্রথমে চিকিৎসার জন্য মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়িত্বর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আকাশের মৃত্যু হয়।
মহম্মপুপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসল ফল গাছে থেকে পড়ে দিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে এমন কোনো ঘটনা আমাদের জানা নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ