সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গতদের মাঝে এক লাখ লিটার বোতলজাত বিশুদ্ধ পানি পাঠিয়েছে যুবলীগ।
বুধবার (২২ জুন) সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল জেলা যুবলীগের পক্ষে এ ত্রাণ গ্রহণ করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের জন্য এক লাখ লিটার বিশুদ্ধ পানি পাঠিয়েছে। ইতোমধ্যে দুর্গতদের মাঝে সেগুলো বিতরণ শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্গত যেসব অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট রয়েছে সেখানে যুবলীগের নেতাকর্মীরা এসব বিশুদ্ধ পানি বিতরণ করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ