কুড়িগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। পরে শহরের বিভিন্ন এলাকা থেকে র্যালি এসে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হলে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু ও আবুল কালাম আজাদ প্রমুখ। দেশের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই