সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টার সময় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে এসে সমাবেশ করে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আতাউর রহমান, মহিলা নেত্রী লাইলা পারভীন সেঁজুতি, শামীমা পারভীন রত্না, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা প্রমুখ। পরে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর জন্মদিনের কেক কাটেন।
এর আগে, দুপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নেতৃত্বে তালা উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগ নেতা প্রনবঘোষ বাবলু, লায়লা পারভীন সেঁজুতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার, জেলা আওয়ামী লীগ নেতা মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই