২৬ জুন, ২০২২ ১৫:০৯

‘সন্তানের সাথে আত্মিক সম্পর্কে দূরে থাকবে মাদকাসক্তি’

কুমিল্লা প্রতিনিধি

‘সন্তানের সাথে আত্মিক সম্পর্কে দূরে থাকবে মাদকাসক্তি’

পারিবারিক-সামাজিক বন্ধন দৃঢ় করুন। সন্তানদের সাথে আত্মিক সম্পর্ক তৈরি করুন, তাহলেই মাদকাসক্তি দূরে থাকবে। 

আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন। 

তিনি বলেন, কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীরা হতাশায় পড়ে মাদক গ্রহণ করে। এটা সম্পূর্ণ ভুল। বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য বহু সুযোগ রয়েছে। প্রয়োজন স্বদিচ্ছার। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলী রহমান তিন্নির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। 

দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। এর আগে একটি র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর