২৯ জুন, ২০২২ ০৭:০৮

নারী এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই সহকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারী এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই সহকর্মী গ্রেফতার

প্রতীকী ছবি

কাজ করানোর কথা বলে বাসা থেকে ডেকে এনে নারায়ণগঞ্জ বন্দরে উষা ফাউন্ডেশনের নারী মাঠকর্মীকে (২৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে একই প্রতিষ্ঠানের ২ সহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছে আরও এক সহকর্মী।

গত সোমবার (২৭ জুন) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে একই প্রতিষ্ঠানের তিন সহকারীকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে গত ২৪ জুন রাত ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় ওই ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে।

মামলা দায়েরের পর ওই রাতেই আলীনগরস্থ আলাউদ্দিন দেওয়ানজী বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত প্রতিষ্ঠানের দুই সহকারীকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর খন্দকার (৩০) নামে আরও এক সহকারী কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- পটোয়াখালী জেলার দুমকি থানার মুরাদিয়া এলাকার দুলাল হাওলাদারে ছেলে বেল্লাল হাওলাদার (৩০) ও নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার ধারা এলাকার বদরুজ্জামান শেখের ছেলে মজিবুল হাসান (৩১)। পুলিশ তাদের মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।

জানা যায়, আড়াইহাজার থানার নরিংদী এলাকার এক গৃহবধূ দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার আলীনগরস্থ উষা ফাউন্ডেশনে চাকরি করে আসছে। এক সাথে চাকরি করার সুবাদে একই প্রতিষ্ঠানের উল্লেখিত তিন সহকারী ভুক্তভোগী মাঠকর্মীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২৪ জুন রাত ৯টায় সহকর্মী জাহাঙ্গীর খন্দকার ভুক্তভোগীওই নারী মাঠকর্মীকে কাজের কথা বলে বাসা থেকে অফিসে ডেকে আনে। পরে উল্লেখিত তিন আসামি ভুক্তভোগী মাঠকর্মীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে ভুক্তভোগী নারী গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ও ৬ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর