শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে বিভিন্ন গবেষণামূলক কর্মকান্ডে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে এর প্রয়োজনীয়তা জানিয়ে সমসাময়িক বৈজ্ঞানিক উদ্ভাবন ও গবেষণা নিয়ে দিনাজপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালায় সদর উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় পদার্থ, রসায়ন, জীবজ্ঞিান, আইসিটি ও আইসিটি সিকিউরিটিসহ বিভিন্ন গবেষণা ও আবিষ্কার সংক্রান্ত বিষয়ের উপর ফোকাস ডিসকাশনের মাধ্যমে বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।
বুধবার দিনাজপুর সদর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজেনে শিল্পকলা একাডেমির হলরুমে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। বিকালে সনদপত্র বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেছেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক, তথ্য প্রযুক্তিতে দক্ষ ও গবেষক হয়ে বিশ্বমানের নেতৃত্ব প্রদানকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আর বিশ্বমানের হয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে সেই শিক্ষার্থীরাই বিশেষ ভূমিকা রাখবে বলে দাবি জানান তিনি ।
কর্মশালায় দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক মনিষ কুমার রায় এবং সভাপতিত্ব করেন সদর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ