নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারুণ্যে বিনিয়োগ, টেশসই উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ৪৭টি কিশোরী ক্লাবে পাঠাগার স্থাপনের জন্য বিতরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচির আওতায় পাঠাগার স্থাপনের লক্ষ্যে দেশের সুনামধন্য লেখকদের বই ও উপকরণ করা হয়।
বুধবার দুপুরে জাকস ফাউন্ডেশনের মিলনায়তনে ৪৭টি কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬৩ টি বই ও বই রাখার জন্য একটি করে ট্রাংক দেওয়া হয়।
বই ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাবিনা সুলতানা, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন, উপ নির্বাহী পরিচালক মো: আবুল বাশার, যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম বাদশা, জয়পুরহাট প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ