নীলফামারীতে ফের বিপৎসীমার ওপরে উঠেছে তিস্তার পানি। বুধবার বেলা তিনটায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে ডিমলা উপজেলার তিস্তাবেষ্টিত নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, বুধবার সকাল ছয়টা এবং নয়টায় ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা ১২টায় বিপৎসীমা অতিক্রম করে দুই সেন্টিমিটার এবং বেলা তিনটায় সাত সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ওই পয়েণ্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেণ্টিমিটার।
এক সপ্তাহের ব্যবধানে নদী পানি বিপৎসীমা অতিক্রম করায় ফের বন্যার হুমকীতে পড়েছে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫ গ্রামের চার সহস্রাধিক পরিবার।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, বুধবার সকালে বিপৎসীমার নিচ থাকলেও দুপুরে অতিক্রম করায় ইউনিয়নের পূর্ব ছাতনাই ও ঝাড়সিংহেশ্বর গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ওই দুই গ্রামের দেড় হাজার পরিবার ফের বন্যার শঙ্কায় পড়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, বুধবার বিকেল তিনটায় ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার সাত সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। পানি বৃদ্ধি অব্যাহত আছে। ব্যারাজের সব কটি (৪৪) জলকপাট খুলে রেখে সর্তকাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বিডি প্রতিদিন/এএ