গোপালগঞ্জের কাশিয়ানীতে সাপের কামড়ে শাহাদাৎ শেখ (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহাদাৎ শেখ কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগলিয়া দক্ষিণপাড়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি কাশিয়ানী বাজারে আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক ছিলেন।
নিহতের চাচাতো ভাই শেখ তারিকুল ইসলাম সুমন জানান, মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় শাহাদাৎকে বিষধর সাপে দংশন করে।রাতেই তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে টিকা না থাকায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল