গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চত্বরে বুধবার দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার করা হয়েছে।
উপজেলার নয়টি ইউনিয়নের ৬০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাহাজ উদ্দিন সহ উপজেলা বিভিন্ন ব্লক সুপারভাইজার ও কৃষকরা।
বিডি প্রতিদিন/আবু জাফর