ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকাসক্ত বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই সিয়াম মিয়াকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার দুপুরে গৌরীপুর উপজেলার থানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২১ জুন বড় ভাই জার্মান মিয়াকে কুপিয়ে হত্যা করে ছোট ভাই সিয়াম।
বুধবার বিকালের র্যাব-১৪’র কোম্পানী অধিনায়ক আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
কোম্পানী অধিনায়ক জানান, উপজেলার নওয়াপাড়া গ্রামের নোমান মিয়ার মাদকাসক্ত বড় ছেলে জার্মান মিয়া (২৪) মাদকের টাকা জোগাড় করার জন্য মাঝে মধ্যে ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে ফেলত। গত ২১জুন রাত সাড়ে নয়টার দিকে মাদকের টাকা জোগাড়ের জন্য ঘর থেকে একটি ছাগল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে দুই ভাই প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে জার্মান মিয়ার বুকে কোপ দেয় সিয়াম মিয়া। পরে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, বিষয়টি পারিবারিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে লাশ কবর দেওয়ার প্রস্তুতি নিলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে পরদিন বেলা ১১টায় লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম