রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ১২’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জমির পরিমাণের ওপর ভিত্তি করে সদর উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর