হবিগঞ্জের বন্যার পানি কিছুটা কমেছে। হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, মাধবপুর ও লাখাই উপজেলার বন্যা পরিস্থতি কিছুটা উন্নতি হয়েছে। ৭টি উপজেলার ৫১টি ইউনিয়নে বন্যা কবলিত বানভাসিদের জন্য ৪শ টির ও উপরে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য চলছে হাহাকার।
অনেকেই অভিযোগ করেছেন প্রথমদিকে কিছু ত্রাণ দেয়া হলেও এখন কেউ খোঁজ খবর নেয় না। আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ জানান, হবিগঞ্জের কুশিয়ারা নদীসহ হাওর অঞ্চলে পানি কমতে শুরু হয়েছে। ধীরগতিতে পানি নামছে। ভারতে বৃষ্টি না হলে পানি আর বাড়বে না। বর্তমানে পানি বিপদসীমার ৮.৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, আশ্রয়ন কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমান ত্রাণ বিতরণ করা হচ্ছে। কোথায় কোন খাদ্যের সংকট নেই।
বিডি প্রতিদিন/এএম